সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে আবারও বিক্ষোভ, রাস্তা অবরোধ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আজ (১৫ জানুয়ারি) আবারও বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
DU-Protest-1.jpg
ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। ১৫ জানুয়ারি ২০২০। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আজ (১৫ জানুয়ারি) আবারও বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হওয়ায়, তারা প্রতিবাদে নেমেছেন। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

সেসময় তাদেরকে ‘৩০ তারিখের নির্বাচন মানি না, মানবো না’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

DU-22.jpg
শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য সংলগ্ন সবগুলো রাস্তা বন্ধ করে দেন। ছবি: প্রবীর দাশ/স্টার

পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য সংলগ্ন সবগুলো রাস্তা বন্ধ করে দেন। এতে বিশ্ববিদ্যালয় এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ

৩০ জানুয়ারিতেই ঢাকার দুই সিটি নির্বাচন

Comments