রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের বরাত দিয়ে আমাদের রংপুর সংবাদদাতা জানান, আজ (১৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, অ্যাম্বুলেন্সের চালক রুবেল এবং আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, বাসটিকে জব্দ করা হলেও এর চালক এবং সহকারী পালিয়ে যান।
তাৎক্ষণিকভাবে রুবেল ছাড়া হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
Comments