নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শাহবাগ অবরোধ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তাই তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেসময় তাদেরকে ‘৩০ তারিখের নির্বাচন মানি না, মানবো না’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য সংলগ্ন সবগুলো রাস্তা বন্ধ করে দেন।
এরপর দুপুর দেড়টার দিকে তারা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের জন্য পদযাত্রা করলে, শাহবাগ মোড়ে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে এখন তারা সেখানেই অবস্থান করছেন। এতে শাহবাগ মোড় এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন:
সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে আবারও বিক্ষোভ, রাস্তা অবরোধ
সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ
৩০ জানুয়ারিতেই ঢাকার দুই সিটি নির্বাচন
Comments