৩৭০ ধারা বাতিলকে 'ঐতিহাসিক' বললেন ভারতের সেনাপ্রধান
জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে দাবি করেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।
জেনারেল নারভানে বলেছেন, “৩৭০ ধারা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রতিবেশী দেশের (পাকিস্তান) সঙ্গে চলমান ছায়াযুদ্ধ বন্ধ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেছেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে সারাদেশের সঙ্গে জম্মু-কাশ্মীরের সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হবে।”
ভারতের ৭২তম সেনা দিবসে দিল্লির একটি প্যারেড অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।
নারভানে বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আমাদের সামনে অনেকগুলো বিকল্প পথ রয়েছে। প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করতে দ্বিধা করবো না।”
তিনি অভিযোগ করে বলেছেন, “সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে দত্তক নিতে চেষ্টা করছে পাকিস্তান। এর ব্যবহারের মাধ্যমে তারা ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু, এই কৌশল দীর্ঘদিন চলতে দেওয়া যায় না।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারত সরকার।
Comments