মিয়ানমার সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট
রোহিঙ্গা ‘গণহত্যা’ বন্ধে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচির পাশ থেকে যখন পশ্চিমা বিশ্ব সরে যাচ্ছে, তখন কয়েক হাজার কোটি ডলারের অবকাঠামো চুক্তি করতে মিয়ানমার সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুই দিনের রাষ্ট্রীয় সফরে নেপিদো যাচ্ছেন জিনপিং।
প্রায় দুই দশকের মধ্যে শি জিনপিং প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট যিনি মিয়ানমার সফরে যাচ্ছেন।
মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সফরের প্রথম দিন নেপিদোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন জিনপিং।
এছাড়াও দেশটির সেনা প্রধান মিন অং লাইংয়ের সঙ্গেও দেখা করবেন চীনের প্রেসিডেন্ট । তবে কোথায় এই বৈঠক হবে সেটি জানা না গেলেও সেনা সদর দপ্তরে হচ্ছে না বলে জানিয়েছে ইরাবতী।
সফরে মিয়ানমারের সরকারি ও বিরোধী দলের নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রভাবশালী ভিক্ষুদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে চীনের প্রেসিডেন্টের।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর (সিএমইসি) এর অধীনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
চীন-মিয়ানমার কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
Comments