আজ স্যার ফজলে হাসান আবেদের জীবন-কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান
বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আজ (১৬ জানুয়ারি) বিকাল চারটায় শুরু হবে।
এতে সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
অনুষ্ঠানে স্যার আবেদের অবদান নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসহ আরও অনেকে।
গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
এই অনুষ্ঠানে স্যার আবেদের সহযোগী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
Comments