মধ্যপ্রাচ্যে ইউরোপীয় সৈন্যদের ‘বিপদ আসন্ন’, রুহানির সতর্কতা
মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনই মধ্যপ্রাচ্য ত্যাগ না করলে ‘বিপদে পড়বে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি।
গতকাল (১৫ জানুয়ারি) মন্ত্রিসভায় দেওয়া রুহানির বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার করে। রুহানি বলেছেন, “আমেরিকান সৈন্যরা এখন বিপদে আছে। আগামীতে ইউরোপের সৈন্যদেরও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।”
আমেরিকার সঙ্গে উত্তেজনা চলাকালে এই প্রথম রুহানি ইউরোপের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন। মন্ত্রিপরিষদে এই বক্তব্য দেওয়ার সময় তিনি পরমাণু চুক্তি থেকে সরে আসার জন্য জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, ইরাক ও আফগানিস্তানে আমেরিকান সামরিক বাহিনীর পাশাপাশি ইউরোপীয় কয়েকটি দেশের সামরিক বাহিনীর সৈন্য রয়েছে। আবুধাবিতে ফ্রান্সের একটি নৌঘাঁটি আছে। বাহরাইনে আছে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি। আইএসের বিরুদ্ধে অবস্থান নেওয়া জার্মানির একটি বাহিনী অবস্থান করে জর্ডানের আজরাক ঘাঁটিতে।
Comments