স্কুলশিক্ষার্থী সাম্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় নবম শ্রেণির স্কুল শিক্ষার্থী আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও আরো আট আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, শাহরিয়ার সরকার হৃদয়, রাকিবুল হাসান সজীব এবং মাহমুদুল হাসান জাকির।
পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, পৌর কাউন্সিলর জয়নুল আবেদিন, মাসুদ প্রধান সুজন, আল আমিন ইসলাম, রাবেয়া বেগম, আল আমিন, শিমুল মিয়া, রুনা বেগম এবং জাহাঙ্গীর আলম।
তবে এ রায়ে অসন্তুষ্টি জানিয়েছেন সাম্যর বাবা গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
হত্যায় অভিযুক্ত সবার মৃত্যুদণ্ড আশা করেছিলেন তিনি। সুষ্ঠু বিচারের আশায় উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।
২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর ঘোষপাড়ার নিজেদের বাসা থেকে নিখোঁজ হন সাম্য। পরের দিন গোবিন্দগঞ্জ কমিউনিটি সেন্টারের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাম্যর বাবা আতাউর রহমান ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার অভিযোগপত্রে পুলিশ জানিয়েছিল, জিজ্ঞাসাবাদে ৩ আসামি সাম্যকে শ্বাসরোধ করে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে ফেলা দেয় বলে স্বীকারোক্তি দিয়েছেন।
Comments