যুক্তরাষ্ট্রের পথ ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে: ভারতের প্রতিরক্ষা প্রধান

ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত

নিউইয়র্কে ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করেছিল ভারতেরও সেই পথ ধরার কথা বলেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে কিছুতেই যুদ্ধ শেষ হচ্ছে না, লাগাতার সন্ত্রাস চলছে আর আমাদেরও এর সঙ্গে ক্রমাগত যুঝতে হচ্ছে, যতক্ষণ না আমরা সন্ত্রাসবাদের গোড়ায় গিয়ে একে সমূলে উৎপাটন করতে না পারছি ততদিন পর্যন্ত এই যুদ্ধ আমাদের চালিয়েই যেতে হবে।”

সংবাদসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সরাসরি নাম উল্লেখ না করলেও পাকিস্তানকে উদ্দেশ্য করেই এসব বলেন বিপিন রাওয়াত।

বিপিন রাওয়াত বলেন, “৯/১১ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছিল, আমাদেরও একই পথ নিতে হবে। তাহলে আমরা সন্ত্রাসবাদ নির্মূল করতে পারব এবং ওদের উচিৎ শিক্ষা দিতে পারব।”

“যে সব দেশ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) যেভাবে এই ধরনের দেশকে কালো তালিকাভুক্ত করার ব্যবস্থা নিয়েছে তা অত্যন্ত সময় উপযোগী। প্রয়োজনে এই ধরনের দেশকে কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে হবে,” পাকিস্তানকে উদ্দেশ্য করে এই কথা বলেন বিপিন রাওয়াত।

ভারতের সেনাবাহিনী প্রধানের পদ থেকে দেশের প্রতিরক্ষা প্রধান পদে কিছুদিন আগেই দায়িত্ব নেন বিপিন রাওয়াত। স্থল, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং অস্ত্রশস্ত্র কেনার প্রক্রিয়া ঠিক করতে এই পদ তৈরি করেছে মোদি সরকার।

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

47m ago