লিবিয়ায় সেনা পাঠাচ্ছে তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ (১৬ জানুয়ারি) জানিয়েছেন, লিবিয়ায় সেনা পাঠাতে শুরু করেছে তার দেশ। এর আগে গত সপ্তাহে তুরস্কের সংসদে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়।
এরদোয়ান বলেছেন, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের অবস্থান শক্ত করতে ও স্থিতিশীলতা বজায় রাখতে সেখানে সেনা পাঠানো হচ্ছে।
গত ১২ জানুয়ারি সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান জানান, “আমাদের কিছু প্রতিশ্রুতি আছে ত্রিপোলির সরকারের প্রতি। ত্রিপোলি সরকারের সঙ্গে বিরোধীদের দ্বন্দ্বের অবসানে আমাদের কিছু দায়িত্ব আছে।”
গত মাসে লিবিয়ার সাথে তুরস্কের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার চুক্তি হয়। সে সময়, লিবিয়া তুরস্কের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিল।
তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান যে সমুদ্রসীমা বিষয়ক আরেকটি চুক্তি হয়েছে তুরস্ক এবং লিবিয়ার মধ্যে। আঙ্কারা ও ত্রিপোলির যৌথ অনুমোদন ছাড়া লিবিয়ার উপকূলে কেউ তেল অনুসন্ধান ও খননকার্য চালাতে পারবে না, যোগ করেন তিনি।
খবরে জানা যায়, আগামী রোববার জার্মানি, রাশিয়া, ব্রিটেন এবং ইতালির সঙ্গে এক বৈঠকে লিবিয়ার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে তুরস্ক আলোচনা করবে। এর আগে মস্কো আয়োজিত এক সম্মেলনে লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল।
Comments