রাজধানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত
রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত হয়েছে।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগিনা সালাউদ্দিন (২০)।
আজ (১৭ জানুয়ারি) ভোররাত ১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ নওয়াজিশ দ্য ডেইলি স্টারকে বলেছেন, গতকাল রাত সাড়ে ১১ দিকে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।
এতে তারা দুজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আজ ভোররাত ১টার দিকে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়া এখনো চালককে আটক করা যায়নি বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানিয়েছেন, তারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। দুই সন্তানের জনক আনোয়ার মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন। তাদের ভাগ্নে সালাউদ্দিন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।
“দুজন মানুষকে এভাবে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। তারা দুজনেই উপার্জনক্ষম ছিলেন,” যোগ করেন নিহত আনোয়ারের স্ত্রী।
পথচারী আব্দুল্লাহ জানিয়েছেন, দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
Comments