বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নানের মৃত্যু

abdul mannan
আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬০ বছর।

আজ (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জানিয়েছেন, আজ সকাল ৮টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

১৬ জানুয়ারি বিকালে সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে গেলে হৃদরোগে আক্রান্ত হন আব্দুল মান্নান। তাকে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। আজ সকালে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

7h ago