‘ইচ্ছে করে ছয় দিন, সাত দিন যত দিন সম্ভব টেস্ট ম্যাচ খেলতে’

টেস্ট ক্রিকেটকে আগামীতে চার দিনে নামিয়ে আনার একটা ভাবনা জানিয়েছে আইসিসি। সে ভাবনার সঙ্গে তীব্রভাবে দ্বিমত করেছেন বিরাট কোহলি থেকে স্টিভেন স্মিথ, দুনিয়ার বেশিরভাগ বর্তমান ও সাবেক ক্রিকেটারই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও আইসিসির ভাবনার সঙ্গে একমত নন। পাঁচ দিন তো বটেই, তার ইচ্ছা করে আরও লম্বা সময় ধরে টেস্ট খেলতে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) চলমান চক্র শেষ হবে ২০২৩ সালে। পরের চক্রে অর্থাৎ (২০২৩ থেকে ২০৩১ সাল) আনুষ্ঠানিকভাবে টেস্ট চার দিনের করা যায় কি-না, এমন পরিকল্পনা করছে আইসিসি। তাতে ভিন্নমত জানিয়ে বিশ্ব তারকাদের সঙ্গে সুর মিলিয়েছেন মুশফিকও।
শুক্রবার (১৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল শেষে ক্রিকেটের ঐতিহ্যের প্রতি বরাবরই ভীষণ অনুরক্ত মুশফিক বলেছেন, টেস্ট নিয়ে তিনি চান না কোনো পরীক্ষা-নিরীক্ষা, ‘চার দিনের (টেস্ট) হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য যারা পাঁচ দিনের খেলাকে সমর্থন করেছেন, আমি তাদের সঙ্গে একমত। ক্রিকেটের মধ্যে টেস্ট সবচেয়ে খাঁটি একটি সংস্করণ, যেটা পাঁচ দিন খেলা হয়।’
‘আমার তো ইচ্ছে করে ছয় দিন, সাত দিন যত দিন সম্ভব টেস্ট ম্যাচ খেলতে। ক্রিকেট শুরুই হয়েছিল ওখান থেকে, আমার মনে হয়, এটা পরিবর্তন করা উচিত না।’
বিশ্বজুড়ে সাম্প্রতিক কিছু রোমাঞ্চকর লড়াইয়ের উদাহরণ টেনে পাঁচ দিনের টেস্টের যৌক্তিকতাও তুলে ধরেছেন সাদা পোশাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা, ‘আপনি যদি লক্ষ্য করেন, শেষ কয়েকটা টেস্টে পঞ্চম দিন চা-বিরতির পর খেলা শেষ হয়েছে। চার দিনের ম্যাচ থাকলে তো এটা হওয়ার কোনো সম্ভাবনা থাকত না। আমি মনে করি, সব সময় টেস্ট ক্রিকেট পাঁচ দিনের হওয়া উচিত।’
Comments