অনশনরত ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ৩ শিক্ষকের সংহতি
সরস্বতী পূজার জন্যে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।
তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক গোবিন্দ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নেপাল চন্দ্র রায় এবং চারুকলা ইনন্সিটিউটের ভাস্কর্য বিভাগের শিক্ষক ড. মুকুল কুমার বাড়ৈই।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, বেলা ১২টার দিকে শিক্ষকরা এসে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সেখানে অবস্থান নেন।
গোবিন্দ মণ্ডল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ শেষে এখানে আসি এবং শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করি।”
Comments