পারিশ্রমিক ছাড়া বিপিএলের সব কিছুই ভালো দেখছেন মুশফিক
এবার ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে একেবারে নতুন আদলে আয়োজন করা হয়েছিল বিপিএল। শুরুতে অগোছালো দেখা গেলেও মাঠের খেলা ও ব্যবস্থাপনা পরে ধীরে ধীরে গুছিয়ে নেন আয়োজকরা। টুর্নামেন্টটি শেষ হওয়ার পর মুশফিকুর রহিমেরও মনে হচ্ছে, পারিশ্রমিক ছাড়া বঙ্গবন্ধু বিপিএলের প্রায় সবকিছুই ভালো গিয়েছে।
আগের সব ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে এবার বিসিবি সাত দলকেই নিজস্ব পরিচালনায় এনে সম্পন্ন করেছে টুর্নামেন্ট। সাত দলের মধ্যে অবশ্য ছয় দলেরই ছিল টিম স্পন্সর। যা অনেকটা ফ্র্যাঞ্চাইজি হিসেবেই কাজ করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামেই এবার আয়োজন করা হয় টুর্নামেন্ট। এতে দেশি ক্রিকেটারদের শীর্ষ ক্যাটাগরিতে পারিশ্রমিক ছিল ৫০ লাখ টাকা। একই ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক ছিল এক লাখ ডলার বা প্রায় ৮৪ লাখ টাকা। ড্রাফটের বাইরের বিদেশিরা পেয়েছেন আরও বেশি।
টুর্নামেন্টে ১৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রান করা মুশফিক মনে করেন, বিদেশিদের মতোই পারিশ্রমিক থাকা উচিত স্থানীয়দের, ‘পার্থক্য যদি বলেন (অন্যবারের সঙ্গে), শুধু পারিশ্রমিকে পার্থক্য। এছাড়া তো আর দেখি না। মান তো ভালো। আইপিএলের পর এটি বিশ্বের সেরা লিগগুলোর একটি। এখানে অনেক বড় বড় ক্রিকেটার খেলেন। বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে খেলে আমাদেরও অনেক উন্নতি হয়েছে। এবার উইকেটগুলো ভালো ছিল। স্থানীয় ক্রিকেটাররাও ভালো খেলেছে।’
সব কিছুই ভালোয় ভালোয় শেষ হয়েছে। মুশফিকের চাওয়া পারিশ্রমিকটাও যেন আগামী বছর থেকে ‘ভালো’ হয়ে যায়, ‘সব মিলিয়ে ইতিবাচক দিক অনেক আছে। পরের মৌসুম থেকে যদি আমাদের পারিশ্রমিক বেড়ে যায়, তাহলে আরও ভালো হবে।’
Comments