জরুরি বৈঠকে নির্বাচন কমিশন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ছাত্র আন্দোলনের মুখে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ শনিবার বিকেল ৪টায় বৈঠক শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।
একই দিনে ভোট ও পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্রধান রাজনৈতিক দল, প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), শিক্ষক সমিতি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
বিষয়টি নিয়ে হাইকোর্টেও রিট হয়েছিল। তবে হাইকোর্ট ১৪ জানুয়ারি এই রিট খারিজ করে বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।
এর পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি ভোটের তারিখ পরিবর্তন হলে তার দল কোনো আপত্তি জানাবে না।
Comments