ধামরাইয়ে বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত
ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ইমরান হোসাইন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ইমরান সুতিপাড়া ইউনিয়নের সিরামপুরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ধামরাই থানার উপপরিদর্শক শেখ কামরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে সিরামপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ইমরানকে চাপা দেয় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস। পরে এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ইমরানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালককে আটকে চেষ্টা চলছে।
Comments