দলে ওপেনারের ছড়াছড়ি, কোন দুজন করবেন ওপেন?

পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ ওপেনার আছেন চারজন। আরও দুজন করতে পারেন ওপেনিং, বিপিএলে ওপেন করে সফলও হয়েছেন। এত ওপেনারের ছড়াছড়ির মাঝে কোন দুজন নামবেন ইনিংস শুরু করতে? নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, এমনিতে ওপেনার হলেও মিডল অর্ডারে খেলতে পারার যোগ্যতায় বিবেচিত হয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা।
Tamim Iqbal-Liton Das
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ ওপেনার আছেন চারজন। আরও দুজন করতে পারেন ওপেনিং, বিপিএলে ওপেন করে সফলও হয়েছেন। এত ওপেনারের ছড়াছড়ির মাঝে কোন দুজন নামবেন ইনিংস শুরু করতে? নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, এমনিতে ওপেনার হলেও মিডল অর্ডারে খেলতে পারার যোগ্যতায় বিবেচিত হয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা।

এবার বঙ্গবন্ধু বিপিএলে লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করে দারুণ সফল হল আফিফ। ৩৭০ রান করেছেন টুর্নামেন্টে ১৩১.২০ স্ট্রাইকরেটে। বল হাতেও ৭ উইকেট আছে তার।

ওপেন করে সফল হলেও আফিফকে নির্বাচকরা রেখেছেন তিন বা চার নম্বরের বিবেচনায়। এমনিতে এসব পজিশনে খেলেই অভ্যস্তও তিনি।

নিয়মিত ওপেনার হলেও বিপিএলে সৌম্যকে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা গেছে, তাতে সফলও হয়েছেন তিনি। ১২ ম্যাচে ১৪০ এর বেশি স্ট্রাইকরেটে ৩৩১ রান আর বল হাতে ১২ উইকেট।

হাবিবুল পরিষ্কার করেই জানালেন, সৌম্য বিবেচনায় আসলে অলরাউন্ডার হিসেবে, ‘বেশ কয়েকজন ওপেনার থাকলেও তারা কিন্তু মাঝখানে ব্যাটিং করতে পারে। যেমন- সৌম্য আছে, শান্ত আছে। তাই আমি বলব, সবারই সুযোগ থাকছে।’

মুশফিকুর রহিম না থাকায় নাজমুল হোসেন শান্ত মূলত দলে এসেছেন ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে। টুর্নামেন্টে দেশি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেঞ্চুরি করেছেন তিনি। এই জায়গায় বিবেচনায় ছিলেন ইমরুল কায়েসও। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট ভাবনা থেকে সরিয়ে দেয় ইমরুলকে। এদের কাউকেই অবশ্য মুশফিকের বিকল্প ভাবছেন না হাবিবুল, ‘মুশফিকের বিকল্প তো আসলে সেভাবে হয় না। এই দলে অনেকেই আছে। সবাই মোটামুটি ভালো ফর্মে আছে।’

নির্বাচকদের ওপেনার ভাবনায় তাই স্কোয়াডে আছেন তিনজন। ব্যক্তিগত কারনে ভারত সফরে না খেলা তামিম ইকবালের সঙ্গে আছেন লিটন আর নাঈম শেখ। ছন্দ আর অভিজ্ঞতা বিচারে তামিম-লিটনকেই ওপেন করতে দেখার সম্ভাবনাই জোরালো।

 

 

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago