মিয়ানমার-চীন ৩৩ চুক্তি ও সমঝোতা

রোহিঙ্গা ইস্যুতে যখন পশ্চিমা বিশ্ব মিয়ানমারের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে, তখন প্রতিবেশি দেশটিতে বড় বিনিয়োগ করছে চীন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) নেপিদোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে ৩৩টি বিনিয়োগ চু্ক্তি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
যেগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প সম্পর্কিত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিনপিংয়ের এবারের সফরে নতুন কোনো প্রকল্প সই হয়নি।
চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের বাস্তবায়নের লক্ষ্যে কয়েক শো কোটি ডলারের প্রকল্পে সম্মতি জানিয়েছে দুই দেশ। যার মধ্যে রয়েছে, ভারত মহাসাগর পর্যন্ত রেলসংযোগ, রাখাইনে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বাণিজ্য নগরী ইয়াঙ্গুনে নতুন নগর প্রকল্পের কাজ এগিয়ে নেয়া।
তবে চীনা বিনিয়োগে ৩৬০ কোটি ডলারের বিতর্কিত বাঁধ নির্মাণ নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। ২০১১ সাল থেকে এই প্রকল্পের কাজ বন্ধ আছে।
Comments