পোলার্ডের ক্যারিয়ার সেরা বোলিংয়ের আনন্দে বাগড়া দিল বৃষ্টি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করলেন কাইরন পোলার্ড। অধিনায়কের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির হানায় ভেস্তে গেল দলটির সিরিজে ফেরার সুযোগ, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হলো পরিত্যক্ত।
kieron pollard
ছবি: আইসিসি টুইটার

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করলেন কাইরন পোলার্ড। অধিনায়কের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির হানায় ভেস্তে গেল দলটির সিরিজে ফেরার সুযোগ, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হলো পরিত্যক্ত।

শনিবার রাতে সেন্ট কিটসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড ১৯ ওভারে ৯ উইকেটে করে ১৪৭ রান। পোলার্ড ৪ ওভারে ২৫ রানে পান ৪ উইকেট। জবাবে উইন্ডিজ ২.১ ওভারে ১ উইকেটে ১৬ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু হতে পারেনি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তায় ৪ রানে জিতেছিল আইরিশরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের আর সিরিজ হারের ভয় নেই। অন্যদিকে, সমতায় ফিরতে তৃতীয় ও শেষ ম্যাচটি জিততেই হবে পোলার্ডের দলকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম ৪ উইকেট নিলেন পোলার্ড। তার আগের সেরা বোলিং ফিগার ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ব্রিসবেনে ৩০ রানে ৩ উইকেট পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার।

টস হেরে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন গ্যারেথ ডেলানি। এছাড়া অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নি ৩৬ ও হ্যারি টেক্টরের ব্যাট থেকে আসে ৩১ রান। দলটির মিডল অর্ডার একাই গুঁড়িয়ে দেন পোলার্ড। দারুণ বোলিং করেন শেলডন কটরেলও। এই পেসার ৪ ওভারে মাত্র ১০ রানে নেন ২ উইকেট।

বৃষ্টি হানা দেওয়ায় ক্যারিবিয়ানরা পায় ১৫২ রানের নতুন লক্ষ্য। প্রথম ওভারেই লেন্ডল সিমন্সের উইকেট হারায় তারা। একটি করে চার-ছক্কায় ৫ বলে ১০ রান করে আউট হয়ে যান তিনি। বৃষ্টিতে খেলা থামার আগে এভিন লুইস ২ ও শিমরন হেটমায়ার ৪ রানে ব্যাট করছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ১৯ ওভারে ১৪৭/৯ (স্টার্লিং ১৭, কেভিন ও’ব্রায়েন ৪, ব্যালবির্নি ৩৬, ডেলানি ৪৪, টেক্টর ৩১, উইলসন ৫, ডকরেল ২, সিমি ৪, ম্যাককার্থি ০, লিটল ০*; কটরেল ২/১০, শেফার্ড ১/৩৮, পিয়েরে ০/২১, ওয়ালশ ০/৩২, ব্রাভো ০/১৮, পোলার্ড ৪/২৫)

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১৯ ওভারে ১৫২) ২.১ ওভারে ১৬/১ (সিমন্স ১০, লুইস ২*, হেটমায়ার ৪*; স্টার্লিং ১/১১, সিমি ০/৫, ম্যাককার্থি ০/০)

ফল: ম্যাচ পরিত্যক্ত।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago