মিজান ও বাছিরের বিরুদ্ধে আদালতে দুদকের অভিযোগপত্র
ঘুষ লেনদেনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।
আজ (১৯ জানুয়ারি) দুদকের পরিচালক মোহাম্মদ ফানাফিল্লাহ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্রটি জমা দেন ।
এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস।
গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা করেছিলো দুদক। সেই মামলায় দুজনই এখন কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:
Comments