ক্যাসিনো সহোদর এনু-রুপন সমর্থকদের হামলায় সাংবাদিক আহত

Casino-Brothers-1.jpg
পুলিশের হাতে আটক মো. মতিন। ছবি: স্টার

রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনার মামলায় গ্রেপ্তার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু এবং তার ভাই যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার সমর্থকদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।

আজ (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার দুই ভাই এনু ও রূপনকে আদালতে নেওয়ার সময় ছবি তুলতে গেলে তার সমর্থকরা বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ক্যামেরাপার্সন আল আমিনকে মারধর করেন। এসময় মো. মতিন নামের একজনকে আটক করে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, এনু ও রুপনকে গ্রেপ্তার দেখানোর জন্য আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এসময় তাদের ৪০ থেকে ৫০ জন সমর্থক আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। দুপুর পৌনে একটার দিকে এনু ও রুপনকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় ডিবিসির ক্যামেরাপার্সন আল আমিন ভিডিওধারণ করছিলেন। সেসময় এনু ও রুপন সমর্থকরা তার ওপর আক্রমণ করেন। সমর্থকরা আল আমিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন, পকেটে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন এবং ক্যামেরাও ভেঙে ফেলেন।

এসময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ হামলাকারীদের একজনকে আটক করতে পারলেও, বাকিরা পালিয়ে যান।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মইনুল ইসলাম বলেন, “ঘটনার সময় মতিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে আমরা কোতোয়ালি থানায় পাঠিয়ে দিয়েছি।”

ডিবিসির সংবাদদাতা লিটন মাহমুদ বলেন, “এভাবে প্রকাশ্য আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় আমরা শঙ্কিত। দোষীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন:

ক্যাসিনো সহোদর এনামুল-রুপন গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago