প্রথম আলো সম্পাদকের নামে গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ
রেসিডেনশিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “সমস্ত ঘটনাদৃষ্টে এটাই মনে হয়েছে যে, এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা উদ্দেশ্য প্রণোদিত। ওয়ার্কার্স পার্টি মনে করে, মৃত্যুর কারণ অনুসন্ধান না করে কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে এত দ্রুততার সঙ্গে এ ধরনের ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কিছুটা হলেও সন্দেহের সৃষ্টি করে। ওয়ার্কার্স পার্টি আশা করে, এর মধ্য দিয়ে যেন সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা না হয়।”
অন্যদিকে আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজ বলেন, “আবরারের মৃত্যুর পরপরই সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও অন্যান্য মহল প্রথম আলোর সম্পাদককে জড়িয়ে নানা মন্তব্য প্রদান করতে দেখা গছে। তাদের মন্তব্যের অব্যবহিত পরেই প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
আসকের বিবৃতিতে আরো বলা হয়, “আসক মনে করে, এ ঘটনা বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে গভীরভাবে প্রভাবিত করবে এবং জনমনে বিদ্যমান এ সংক্রান্ত শঙ্কাকে আরো বেশি দৃঢ় করে তুলবে। বিশেষত ঘটনা পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রদত্ত বিভিন্ন বক্তব্য-বিবৃতি এ সংশয়কে আরো ঘনীভূত করেছে। আসক জনমনের শঙ্কা ও নানা সংশয় দূর করতে এ মামলাটির বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখার এবং আইনানুগ প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। একই সাথে কাউকে হয়রানি করার জন্য নয়, সত্যিকার অর্থে কর্তৃপক্ষের কোনো অবহেলার কারণে যদি এ দুর্ঘটনা ঘটে থাকে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে আসক।”
Comments