চট্টগ্রামে ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার ময়লার স্তুপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহীদ নগর ওয়েল মিলস জি.সি ফ্যাক্টরির পাশের ময়লার স্তুপ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার।
প্রিটন সরকার দ্যা ডেইলি স্টারকে জানান, সকালে রাকিব নামে এক কিশোর ময়লা কুড়াতে গেলে একটি ব্যাগে নড়াচড়া ও বাচ্চার কান্না শুনতে পায়। পরে সে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়।
“প্রথমে উপপরিদর্শক শাহ আলমসহ একটি টিম সেখানে পাঠাই এবং নিজেও উপস্থিত হয়ে বাচ্চাটিকে উদ্ধার করে অক্সিজেন মোড়ের প্লাজমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখান থেকে ডাক্তাররা বাচ্চাটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন,” বলেন প্রিটন সরকার।
তিনি বলেন, “বাচ্চাটিকে পরীক্ষা করে ডাক্তাররা জানিয়েছেন বাচ্চাটি আজকেই ভূমিষ্ঠ হয়েছে এবং এখন আশঙ্কামুক্ত।
শিশুটিকে পরিচর্যার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে রৌফাবাদ এলাকার ছোট মণি নিবাসে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আদালতের মাধ্যমে শিশুটির অভিভাবকের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Comments