অমর একুশে গ্রন্থমেলা শুরু ২ ফেব্রুয়ারি

book fair
অমর একুশে গ্রন্থমেলায় পাঠক-দর্শক। ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তন হওয়ায় অমর একুশে গ্রন্থমেলা ২০২০ একদিন পিছিয়ে শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি।

আজ রোববার (১৯ জানুয়ারি) একথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

তিনি জানান, মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। সরস্বতী পূজা ও নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন দাবি জানায়।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago