মহারাজ-প্যাটারসনের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের বিশাল জয়
দুয়ারে অপেক্ষা করছিল ইনিংস হার। অবিশ্বাস্য কিছু করে সেই পরিণতি বদলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ উইকেটে কেশব মহারাজ আর ড্যান প্যাটারসনের প্রতিরোধ ভেঙে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
সোমবার পোর্ট এলিজাবেথ টেস্টে ইংল্যান্ড জিতেছে ইনিংস ও ৫৩ রানে। ৪৯৯ রানে ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করার পর ২০৯ রানে গুটিয়ে ফলো অনে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হলো ২৩৭ রানে। চার টেস্ট ম্যাচ সিরিজে এতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
আগের দিনের ৬ উইকেটে ১০২ রান নিয়ে নেমে প্রোটিয়াদের বিশেষ কিছু করার ছিল না। দিনের শুরুতে ফিরে যান ভারনন ফিল্যান্ডারও। এক পাশে মহারাজের দৃঢ়তার মাঝে কাগিসো রাবাদা খানিকক্ষণ সঙ্গ দিয়ে ফিরে গেলে তড়িঘড়ি বিদায় নেন আনরিক নরকিয়াও।
১৩৮ রানেই দক্ষিণ আফ্রিকা হারায় ৯ উইকেট। এরপরই মহারাজের সঙ্গে দাঁড়িয়ে যান প্যাটারসন। হারার আগে না হারার মানসিকতায় লড়ে গেছেন তারা। ফিফটি তুলে নেন মহারাজ, প্যাটারসনও এগুচ্ছিলেন সে পথে। শেষ উইকেটে তাদের ৯৯ রানের জুটি ভাঙ্গে মহারাজের রান আউটে কাটা পড়ে।
১০৯ বলে ৭১ করে আউট হন মহারাজ। ৪০ বলে ৩৯ করে অপরাজিত থেকে যান প্যাটারসন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৯৯/৯ ইনিংস ঘোষণা
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮৬.৪ ওভারে ২০৯
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৩৭ (মালান ১২, এলগার ১৫, হামজা ২, দু প্লেসি ৩৬, ফন ডার ডাসেন ১০, ডি কক ৩, ফিল্যান্ডার ১৩, মহারাজ ৭১, রাবাদা ১৬, নরকিয়া ৫, পিটারসন ৩৯; ব্রড ১/১৪, কারান ০/৪৬, উড ৩/৩২, বেস ১/৩৬, স্টোকস ০/৯, রুট ৪/৮৭)
ফল: ইংল্যান্ড ইনিংস ও ৫৩ রানে জয়ী।
সিরিজ: চার ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।
Comments