বুড়িগঙ্গা রক্ষা

২৩১ অবৈধ কারখানা বন্ধের নির্দেশ হাইকোর্টের

high court
স্টার ফাইল ফটো

বুড়িগঙ্গা নদীর আশেপাশের ২৩১টি অবৈধ কারখানা অবিলম্বে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও ওয়াসা, তিতাস ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) কে ওইসব কারখানায় পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।  ব্যবস্থা নেয়ার পর এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।  

পরিবেশ অধিদপ্তরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।  

এছাড়াও যেসব কারখানা ও প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র নেই তাদের বিষয়ে তিন মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছে আদালত।

স্থানীয় প্রশাসনকে বুড়িগঙ্গায় ময়লা না ফেলা এবং এ বিষয়ে একটি প্রতিবেদন ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। 

হিউম্যান রাইট ও পিস ফর বাংলাদেশের করা এক রিটের শুনানি শেষে আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটে বুড়িগঙ্গা নদীকে দখল-দুষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।  

পরিবেশ অধিদপ্তরের আইনজীবী আমাতুল করিম আজ হাইকোর্ট বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয়েছে পরিবেশ ছাড়পত্র নেই এমন ২৩১টি কারখানা পাওয়া গেছে। 

হিউম্যান রাইট ও  পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মঞ্জিল মুর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার হাইকোর্টে বুড়িগঙ্গা নদীতে ওয়াসার লাইন বিচ্ছিন্ন করার বিষয়ে শুনানি হবে। 

 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago