খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, নিহতের নাম আনোয়ার হোসেন (৩৪)। তিনি খিলক্ষেত এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক সংশ্লিষ্ট ১৮টি এবং একটি ধর্ষণ মামলা রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আড়াইটার দিকে খিলক্ষেতের বারুরাল এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন।
পরে আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৩৪টি গুলি এবং ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
Comments