সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন
যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন।
আজ (২১ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইসমত আরা সাদেক দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ইসমত আরা সাদেকের স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক ২০০৭ সালে মারা যান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
Comments