যুব বিশ্বকাপে রকিবুলের হ্যাটট্রিক

Rakibul Hasan
রকিবুল হাসান (বামে)। ছবি: আইসিসি

আইসিসি ২০২০ যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমের উইটর‍্যান্ড ক্রিকেট ফিল্ডে গ্রুপ ‘সি’র ম্যাচে টানা তিন বলে স্কটল্যান্ডের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ১৭ বছর বয়সী কিশোর রকিবুল।

বাংলাদেশ যুব দলের দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব শুরুতে তোপ দাগার পর স্পিন ভেলকি দেখিয়ে স্কটিশদের লোয়ার অর্ডার এলোমেলো করে দেন রকিবুল। নিজের চতুর্থ ও ইনিংসের ২৪তম ওভারে ঘূর্ণি জাদু দেখিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি।

ওই ওভারের তৃতীয় বলে রকিবুল বোল্ড করেন কেস সাজ্জাদকে। পরের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন লিল রবার্টসনকে। আর পঞ্চম বলে চার্লি পিটের স্ট্যাম্প উড়িয়ে উল্লাসে মাতেন তিনি।

একশর নিচে অলআউট হওয়া স্কটল্যান্ডের ইনিংসের শেষ উইকেটটিও গিয়েছে রকিবুলের ঝুলিতে। মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জেমি কেয়ার্নস।

সবমিলিয়ে ৫.৩ ওভারে ২০ রান খরচায় রাকিবুলের খরচা ৪ উইকেট। আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশের বোলারদের অসাধারণ নৈপুণ্যের কোনো পাল্টা জবাব দিতে না পেরে ৩০.৩ ওভারে স্কটল্যান্ড গুটিয়ে গিয়েছে মাত্র ৮৯ রানে।

বাংলাদেশের পাঁচ বোলারের সবাই পান উইকেটের দেখা। বাঁহাতি শরিফুল ১৩ রানে নেন ২ উইকেট। ডানহাতি তানজিম ২ উইকেট দখল করেন ২৬ রানে। উইকেট শিকার করেন শামিম হোসেন আর মৃত্যুঞ্জয়ও।

আগের ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্কটিশ যুবাদের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago