স্কটল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এক পা যুবাদের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও সহজ জয় পেয়েছে তারা। মূলত বোলারদের দাপটে স্কটিশদের উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ৭ উইকেটের জয়ে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে এদিন মাত্র ৮৯ রানে আটকে রাখে বাংলাদেশের যুবারা। সহজ লক্ষ্য তাড়ায় ২০০ বল হাতে রেখে ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে আকবর আলীর দল।
এদিন টস জিতেছিল স্কটল্যান্ডই। আগে ব্যাট করতে নামে তারা। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে দলটি। দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ২১ রানেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ফেলে স্কটিশরা। এরপর ড্যানিয়েল কেয়ার্নসকে নিয়ে ৩১ রানের একটি জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন উজ্জাইর শাহ। কিন্তু এ জুটি ভাঙতেই আবারও উইকেট হারানোর মিছিলে যোগ দেন দলটির ব্যাটসম্যানরা।
মূলত এ সময় বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের ঘূর্ণিজালে পড়ে স্কটল্যান্ড। হ্যাটট্রিকই তুলে নেন এই ১৭ বছর বয়সী। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন এ তরুণ। ব্যক্তিগত চতুর্থ ওভারের তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করে তার শিকারের শুরু। পরের দুই বলে তুলে নেন লিল রবার্টসন ও চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় দলটি।
স্কটল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন। সর্বোচ্চ ২৮ রান আসে উজ্জাইরের ব্যাট থেকে। এছাড়া দশ নম্বর ব্যাটসম্যান জেমি কেয়ার্নস করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে ২০ রানের খরচায় ৪টি উইকেট নেন রকিবুল। এছাড়া ২টি করে উইকেট নেন শরিফুল ও তানজিম।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। শেন ফিশার-কিয়োহর প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান। তার তোপে পড়ে দলীয় ৩৫ রানেই টপ অর্ডারের আরও দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দলের হাল ধরেন তৌহিদ হৃদয়। ৫৬ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ২৫ রান। হৃদয় অপরাজিত থাকেন ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে ২৭ রানের খরচায় ৩ উইকেট নেন ফিশার-কিয়োহ।
আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ। তবে এর আগে আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার লিগের শেষ আটে ওঠা। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩০.৩ ওভারে ৮৯ (গাই ১১, বেন ডেভিডসন ২, ম্যাকিনটোশ ২, জেসপার ০, উজ্জাইর ২৮, ড্যানিয়েল ৭, সাজ্জাদ ৭, রবার্টসন ০, চার্লি ০, জেমি ১৭, ফিশার-কিয়োহ ৩; শরিফুল ২/১৩, তানজিম ২/২৬, শামিম ১/১৫, মৃত্যুঞ্জয় ১/৮, রকিবুল ৪/২০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬.৪ ওভারে ৯১/৩ (তানজিদ ০, ইমন ২৫, শামিম ১০, হৃদয় ১৭*, মাহমুদুল ৩৫*; ফিশার-কিয়োহ ৩/২৭, চার্লি ০/২৮, সাজ্জাদ ০/১২, ড্যানিয়েল ০/১২, রবার্টসন ০/১২)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
Comments