বাগান থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে তানজিলা আক্তার রিয়া (১৬) নামের এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীটিকে অপহরণ করে বাগানে ধর্ষণ করা হয়েছে।
রশিদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন রিয়া। গতকাল (২০ জানুয়ারি) সকালে সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। রাত ১০টায়ও বাসায় না ফিরলে স্থানীয়রা তাকে খুঁজতে বের হয়। সেসময় বাগানে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে মেয়েটির জুতা উদ্ধার করা হলেও তার ব্যাগ, বইখাতার কোনও সন্ধান পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বাগানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত না। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।“
নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Comments