মুশফিকের ঘাটতি যেভাবে পূরণ করার ভাবনা বাংলাদেশের

এমনিতেই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তারমধ্যে মুশফিকুর রহিম বিপিএলে যেমন ছন্দে ছিলেন, যেকোনো অধিনায়কেরই তাকে না পাওয়া মানে বড় ঘাটতি। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ায় মিডল অর্ডারে তৈরি হওয়া ফাঁকা জায়গা পূরণে তাই বিশেষ চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।
Bangladesh Team
ছবি: ফিরোজ আহমেদ

এমনিতেই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তারমধ্যে মুশফিকুর রহিম বিপিএলে যেমন ছন্দে ছিলেন, যেকোনো অধিনায়কেরই তাকে না পাওয়া মানে বড় ঘাটতি। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ায় মিডল অর্ডারে তৈরি হওয়া ফাঁকা জায়গা পূরণে তাই বিশেষ চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।

ভারত সফরে গিয়ে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে চারে নেমে অপরাজিত ৬০ রানের ইনিংসে দলকে জেতান মুশফিক। বাকি দুই ম্যাচে মুশফিক নামেন পাঁচে। তবে পাননি রান। এবার বিপিএলেও বেশিরভাগ ম্যাচে পাঁচে নেমেছিলেন মুশফিক। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৯১ রান।

মিডল অর্ডারে ম্যাচ জয়ী মুশফিক না থাকায় এই জায়গা পুষিয়ে নিতে মাহমুদউল্লাহকে নিতে হবে বড় দায়িত্ব। পাশাপাশি কম্বিনেশন ঠিক  অনেকগুলো উলটপালটনের আভাস দিয়েও রাখলেন বাংলাদেশ অধিনায়ক,  ‘আমার যত অভিজ্ঞতা আছে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো মিডল অর্ডারে। অনেক ব্যাটসম্যানই আছে ভিন্ন ব্যাটিং অর্ডারে ব্যাটিং করা লাগতে পারে। আফিফ শেষ কয়েকটি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করেছে। ও হয়তোবা টপ অর্ডারে দারুণ ব্যাটিং করেছে বিপিএলে। অনেক টপ অর্ডার ব্যাটসম্যানকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে হতে পারে। এটা মানসিকভাবে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।’

দুই ওপেনারের পর তিনের ভাবনায় আছেন আফিফ হোসেন। চারে মোহাম্মদ মিঠুন খেললেন, মুশফিকের পাঁচের জায়গা নিতে হবে মাহমুদউল্লাহকে। সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে ছয়ে নেমে সৌম্য সরকারকে নিতে হতে পারে দ্রুত রান বাড়ানোর দায়িত্ব। নতুন এসব দায়িত্ব সবাই নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন বলে আশায় অধিনায়ক,  ‘অনুশীলন করাটা অনেক  গুরুত্বপূর্ণ। দিন শেষে যার যত সুযোগ থাকে তারা যেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আপনি আপনার কৌশল, চেষ্টা কতটা দিচ্ছেন দলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কম বেশি সব খেলোয়াড়ই এটা জানে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago