অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় আশুলিয়ায় আটক ২
সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার সময় মানিক আলী (৪০) ও ফিরোজ হোসেন (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) অবৈধ গ্যাস সংযোগের সূত্র ধরে ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়েছেন তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, “তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ দেয়ার খবরের সূত্র ধরে আমরা ঘোষবাগ এলাকায় অভিযান চালাই। এসময় মানিক ও ফিরোজকে হাতেনাতে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে সাজ্জাদ (আশুলিয়া সহকারী কমিশনার, ভূমি) দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।”
এছাড়াও এসময় স্থানীয় পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানাকে অবৈধ গ্যাস সংযোগের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিকেল পর্যন্ত ওই এলাকার প্রায় দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান আবু সাদাত মো. সায়েম।
এদিকে, এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার ক্ষেত্রে ইয়ারপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও আসলাম নামে এক ঠিকাদারের সংশ্লিষ্টতা রয়েছে বলে আটক ওই দুই ব্যক্তি সাংবাদিকদের জানান।
তবে, আওয়ামী লীগ নেতা মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।
Comments