দ্বিতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার-জোকোভিচ
র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা রাফায়েল নাদাল বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করেছেন দারুণভাবে। ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই স্প্যানিশ প্রথম রাউন্ডে উড়িয়ে দিয়েছেন বলিভিয়ার হুগো দেলিয়েনকে। নাদালের সঙ্গী হয়েছেন রজার ফেদেরার আর নোভাক জোকোভিচও।
মেলবোর্ন পার্কে মঙ্গলবার (২১ জানুয়ারি) নাদাল পাত্তাই দেননি র্যাঙ্কিংয়ের ৭২তম স্থানে থাকা প্রতিপক্ষকে। সরাসরি সেটে ৬-২, ৬-৩ ও ৬-০ ব্যবধানে জিতেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কেবল একবারই জিতেছেন নাদাল। সুইজারল্যান্ডের ফেদেরারকে হারিয়ে। সেটাও ১১ বছর আগে, ২০০৯ সালে। এখন পর্যন্ত পাঁচবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে চারবারই হারের স্বাদ নিতে হয়েছে তাকে। গেল বছর ফাইনালে তিনি হেরেছিলেন সার্বিয়ার জোকোভিচের কাছে।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ এবং ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরারও। জার্মানির ইয়ান-লেনার স্ট্রাফকে ৭-৬ (৭-৫), ৬-২, ২-৬ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন জোকোভিচ। যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনের বিপক্ষে সরাসরি সেটে ৬-৩, ৬-২ ও ৬-২ ব্যবধানে জিতেছেন ফেদেরার।
Comments