প্লাস্টিক আবর্জনা বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া
প্লাস্টিকের আবর্জনা ভর্তি একটি কন্টেইনার বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। এই কনটেনারটিতে পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল) প্লাস্টিকের আড়ালে কম্পিউটারের সিডি পাঠানো হয়েছিল। সিডিতে যে প্লাস্টিক থাকে তা পুনর্ব্যবহারযোগ্য নয়।
বাংলাদেশসহ মোট ১৩টি দেশে এরকম ১৫০টি কন্টেইনার ফেরত পাঠাবে দেশটি।
২০১৯ সালের ২৮ মে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইন জানায়, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের আড়ালে এসব কনটেইনারে প্লাস্টিক আবর্জনার সন্ধান পাওয়া গেছে।
এ ঘটনায় মালয়েশিয়ার এনার্জি, সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ (এমইএসটিইসিসি) বিষয়ক মন্ত্রী ইয়ো ই বিন জানান, “আমি খুবই বিস্মিত। বৈধ প্লাস্টিকের ভেতরে অবৈধ প্লাস্টিক বর্জ্য লুকিয়ে রাখা হয়েছে। আমি আশা করি এরকম ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটবে না।”
এমইএসটিইসিসির আদেশ অনুযায়ী গতকাল (২০ জানুয়ারি) ১৫০টি কন্টেইনারে প্রায় ৩৭৩৭ মেট্রিক টন প্লাস্টিক ১৩টি দেশে ফেরত পাঠানো হয়েছে।
এগুলো ফেরত পাঠানোর কারণ হিসেবে এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের বিপজ্জনক বর্জ্য বিষয়ক চুক্তি লঙ্ঘিত হওয়ার কথা বলা হয়েছে।
তারা আরও বলেছে, মালয়েশিয়ার মাটিকে তারা অবৈধ বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রে পরিণত করতে চান না। প্রয়োজনে ভবিষ্যতেও একই পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments