হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত তিন শ্রমিক হলেন- সিরাজগঞ্জের জরু শেখ (৪৫), তার ভাই সাইফুল শেখ (৩৫) ও বগুড়ার মঞ্জুরুল হক (৪০)।
আজ (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, নদী শাসনের জন্য পাইলিংয়ের কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার যুক্ত হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এতে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানিয়েছেন, আজ সকাল ১১টার দিকে কাজ করার সময় ঝুলন্ত একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত শ্রমিকদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments