বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন পাকিস্তানের গতিময় পেসার

Haris Rauf
ছবি: টুইটার

ডেল স্টেইনের চোটে বিগ ব্যাশে ঠাঁই পাওয়ার সুযোগটা দারুণভাবে লুফে নিয়ে জাত চিনিয়েছেন হারিস রউফ। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই পেসার প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অভিষেক হতে যাচ্ছে তার। আন্তর্জাতিক মঞ্চে পা রাখার আগেই মাহমুদউল্লাহদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ২৬ বছর বয়সী ডানহাতি পেসার জানিয়েছেন, ঘরের মাঠের সিরিজে সেরা বোলার হতে চান তিনি।

কদিন আগেও রউফ ছিলেন অচেনা। কিন্তু এই আনকোরা পেসারই এখন উঠে এসেছেন আলোচনায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে আলো ছড়িয়েছেন, তুলেছেন গতির ঝড়। সেই সঙ্গে বুদ্ধি খাটিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপাকে ফেলে কেড়েছেন নজর। মেলবোর্ন স্টার্সের হয়ে সাত ম্যাচ খেলে রউফ নিয়েছেন ১৬ উইকেট। প্রতিযোগিতায় নিজের দ্বিতীয় ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক, নিয়েছিলেন ২৭ রানে ৫ উইকেট। এমন একজনকে দলে টানতে তাই দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১৭ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রায়ালে আকিব জাভেদের চোখে পড়েছিলেন রউফ। লাহোর কালান্দার্সের কোচ ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক পেসারের জাভেদের অধীনে নিজেকে ধীরে ধীরে মেলে ধরতে শুরু করেন তিনি। এরপর বিগ ব্যাশ দিয়ে ক্রিকেটবিশ্বে নিজের নাম পরিচিত করে তুলেছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রউফ বলেছেন, নিজের অভিষেক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দিতে তিনি মুখিয়ে, ‘আমি নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেছি। আর তা হলো সিরিজে আমি সেরা বোলার হতে চাই। আমি বিগ ব্যাশে ভালো পারফর্ম করেছি এবং দেশের হয়েও আমি সেটার পুনরাবৃত্তি ঘটাতে চাই।’

প্রথম দফার সফরে আগামী ২৪ জানুয়ারি লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজ খেলতে আজ বুধবার (২২ জানুয়ারি) রাত আটটায় ভাড়া করা বিমানে চেপে (চার্টার্ড ফ্লাইট) পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago