‘আমাকে যারা মেরেছে তাদের বিচার চাই’
“আমি প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।” দ্য ডেইলি স্টারকে আজ (২৩ জানুয়ারি) সকালে কথাগুলো বলছিলেন ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার চার শিক্ষার্থীর একজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী।
বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল রাত থেকে অবস্থান নিয়ে প্রতিকার চাচ্ছেন নির্যাতিত মুকিম। তিনি বলেছেন, “আমাকে যারা মেরেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই। তাদের বহিষ্কার চাই।”
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, মুকিমের এই দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে তার সহপাঠীরাও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
উল্লেখ্য, গতকাল রাত থেকে অবস্থান নিলেও ঢাবি প্রশাসন বা শিক্ষকদের কেউ তাকে দেখতে আসেননি।
গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীর ওপর রাতভর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আহত চার শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানওয়ার হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী, একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন ও আরবি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দিন।
আরও পড়ুন:
ঢাবির হলে ৪ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
Comments