ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার মুকিমের পাশে ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার মো. মুকিম চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন ভিপি নুরুল হক নুর।
VP Nur
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিচারের দাবিতে অবস্থান নেওয়া ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার মো. মুকিম চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন ভিপি নুরুল হক নুর। ২৩ জানুয়ারি ২০২০। ছবি: প্রবীর দাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার মো. মুকিম চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়েছেন ভিপি নুরুল হক নুর।

আজ (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিচারের দাবিতে অবস্থান নেওয়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরীর সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, মুকিমের সঙ্গে কথা বলার সময় নুর তার নিজের ওপর ছাত্রলীগের বহুবার হামলার প্রসঙ্গ তোলেন।

তিনি আরও বলেছেন, “সব ছাত্ররা তোমার পাশে আছে। আমরাও তোমার পাশে আছি।”

এরপর, ভিপি নুরের নেতৃত্বে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

এর আগে মুকিম দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আমি প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল রাত থেকে অবস্থান নিয়ে প্রতিকার চাচ্ছেন নির্যাতিত মুকিম। তিনি বলেছেন, “আমাকে যারা মেরেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই। তাদের বহিষ্কার চাই।”

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী আরও জানিয়েছেন, মুকিমের এই দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে তার সহপাঠীরাও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীর ওপর রাতভর নির্যাতন চালানোর অভি‌যোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

আরও পড়ুন:

‘আমাকে যারা মেরেছে তাদের বিচার চাই’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago