আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
আজ (২৩ জানুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে একটিই ভর্তি পরীক্ষা হবে। সব বিভাগের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ীই এই পরীক্ষা নেওয়া হবে।”
“পরে সেখান থেকে মেধাক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন,” বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, “খুব শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
Comments