শার্শা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী খোকা (৩৫) নামে এক গরুর রাখাল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মারা গেছেন।
নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।
ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গত ২২ জানুয়ারি দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলে। আজ (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার পরিবার এই ঘটনা জানতে পারেন।
স্থানীয়রা জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরাপড়ে। বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলেই মারা যান। পরে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভারত থেকে ২২ জানুয়ারি বাড়ী ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে মারা গেছেন হানেফ আলী। নিহত হানেফ আলীর স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।
অগ্রভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতর পিতা শাহাজান আলী ক্যাম্পে এসে জানানোর পর বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
Comments