শ্রীমঙ্গলে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস
তেঁতুলিয়াকে পেছনে ফেলে এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আবুল আলিম জানান, শ্রীমঙ্গলে রেকর্ড করা ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত দু’দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা চলছে শ্রীমঙ্গলে। চলতি শীত মৌসুমের অধিকাংশ দিনে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি শ্রীমঙ্গলে এখন চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে এটিই শীত মৌসুমের শেষ তীব্রতা।
বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্র জানায়, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এরই মধ্যে শীতার্ত গরিব ও দুস্থদের মাঝে সাড়ে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন। আরো প্রায় দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও জানান তিনি।
Comments