এ বিজয় মানবতার: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এর আদেশে বিশ্বে জাতিগত নির্মূল এবং গণহত্যার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এর আদেশে বিশ্বে জাতিগত নির্মূল এবং গণহত্যার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রাখাইনে রোহিঙ্গা নিধন বন্ধ করতে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আইসিজের অন্তবর্তী আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান মন্ত্রী।

এক বিবৃতিতে জানানো হয়, “এটি মানবতার বিজয়, সারা বিশ্বের মানবাধিকার কর্মীদের জন্য এটি একটি মাইলফলক। এটি গাম্বিয়া, ওআইসি, রোহিঙ্গা এবং অবশ্যই বাংলাদেশের বিজয়”।  

এদিকে গাম্বিয়ার বিচার মন্ত্রণালয় এই আদেশকে স্বাগত জানিয়ে বলেছে, গাম্বিয়ার অনুরোধে আইসিজে সর্বসম্মতিক্রমে মিয়ানমারের বিরুদ্ধে অন্তবর্তীকালীন আদেশ দিয়েছে। রোহিঙ্গা গণহত্যার যে অভিযোগ রয়েছে মিয়ানমারকে জবাবদিহিতায় আনতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

Comments

The Daily Star  | English

People in Lalmonirhat, Kurigram hit hard by cold, fog

The day-to-day life of people in some upazilas of Kurigram and Lalmonirhat has been severely affected by the cold and dense fog

1h ago