ব্রাজিলে ফিরে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প শোনাবেন সিজার

julio cesar
ছবি: ফিরোজ আহমেদ

সবমিলিয়ে জুলিও সিজার বাংলাদেশে ৪৮ ঘণ্টাও থাকছেন না। তবে এর মধ্যেই নিজ দেশে ব্রাজিলে ফিরে গিয়ে পরিবারকে গল্প শোনানোর দারুণ এক রসদ পেয়ে গেছেন সাবেক এই গোলরক্ষক। জানিয়েছেন, কাছের মানুষদের কাছে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন তিনি।

আগের দিন ঢাকায় পা রাখা সিজার বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পার করেন ব্যস্ত সময়। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচার-প্রচারণায় শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে আসা সাবেক তারকা ফুটবলার দুপুরে বাফুফে ভবনে মধ্যাহ্ন ভোজন সারেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সঙ্গে। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন নিজের অনুভূতি।

‘আমার সুযোগ হয়েছে তাদের (স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের) সঙ্গে সাক্ষাতের। তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত। আমার তাদেরকে বলার সুযোগ হয়েছে, তোমরাই সত্যিকারের খেলোয়াড়। আমি কল্পনা করতে পারি, ওই সময়ে এটা মোটেও সহজ ছিল না। এত চাপ, মুক্তিযুদ্ধ চলছিল। তারা তো দেশের জন্যই অবদান রেখেছে।’

‘ওই সময়ে তারা মানসিকভাবে শক্ত থেকেছে এবং দেশকে তারা গর্বিত করতে পেরেছে। আমার জন্য এটা (স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাত) দারুণ একটা অভিজ্ঞতা। দেশে ফিরে এই অভিজ্ঞতার কথা পরিবার সঙ্গে আমি ভাগাভাগি করতে পারব।’

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের পক্ষে জনমত গঠন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago