মিরপুরের চলন্তিকা বস্তিতে আবারও আগুন

‘শুধু এই কাপড়টাই আছে, আর কিছু নাই’


“শুধু গতরের এই কাপড়টাই আছে। আর কিছু নাই। ছাই হইয়া গেছে। মোবাইল ফোনটাও নিয়া বাইর হইতে পারি নাই,” আগুনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এ কথা বললেন বস্তিবাসী বানু

তার পরিবারের সদস্য নয়জন উল্লেখ করে বানু আরও জানিয়েছেন, “সবারই একই অবস্থা।”

চার মাস পর আবারও মিরপুরের আগুন লেগেছে চলন্তিকা বস্তিতে। আজ (২৪ ভোররাত) সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে বলে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশকে জানান বানুসহ বস্তির অন্যান্য বাসিন্দারা।

বস্তিবাসী ও পেশায় রডমিস্ত্রি জসিম জানিয়েছেন, আগুনে বস্তির আনুমানিক ২০০ থেকে ২৫০ ঘর পুড়ে গেছে। জেসমিন আখতার বললেন, “হঠাৎ দেখি ধোঁয়া। বাচ্চা নিয়া তাড়াতাড়ি বাইরে আসি।”

আরেক ভুক্তভোগী ও দুই বাচ্চার মা আসমা বললেন, “শুধু জান নিয়া পালাইছি।”

আগুনে পুড়ে ছাই মিরপুরের চলন্তিকা বস্তির অন্তত ২০০ ঘর। ২৪ জানুয়ারি ২০২০। ছবি: প্রবীর দাশ

আগুন নেভাতে দমকল বাহিনীর ১৫টি ইউনিট কাজ করেছিলো।

নাম প্রকাশ না করে দমকল বাহিনীর এক কর্মী দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ছুটে আসি। আগুন নিভাতে ১৫টি ইউনিট কাজ করেছে।”

উল্লেখ্য, সিটি কর্পোরেশনের তথ্য মতে, গত আগস্টে এই বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিলো পঞ্চাশ হাজারের মতো মানুষ। তাদের তথ্য অনুযায়ী ঘর পুড়েছিলো ১৫ হাজারের মতো।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago