ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ট্রেনটির পাওয়ার কারের অধিকাংশ পুড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঢোকার মুহূর্তেই ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। ২৪ জানুয়ারি ২০২০। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ট্রেনটির পাওয়ার কারের অধিকাংশ পুড়ে গেছে।

আজ (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার মুহূর্তেই এর পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বিভাগের সিনিয়র স্টেশন ম্যানেজার সাকরিয়া হায়দার জানিয়েছেন, স্টেশনে ঢোকার মুহূর্তেই পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার খবর পেয়ে বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের অন্য বগিগুলোতে ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভানো হয়।

পাওয়ার কারের তেল লিকেজ হয়ে আগুন লেগেছে বলে ধারণা করছে পারাবত এক্সপ্রেস ট্রেনে থাকা কর্মচারীরা, উল্লেখ করে তিনি আরও বলেছেন, তবে আগুনে কোনো যাত্রী হতাহত কিংবা ক্ষয়ক্ষতির শিকার হননি।

আলামিন রাকিন নামের প্রত্যক্ষদর্শী একজন ট্রেন যাত্রী বলেছেন, “ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার মুহূর্তেই ট্রেনের পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে স্টেশনে নেমে দেখি আগুন জ্বলছে। কিছু সময় পরই দমকল বাহিনীর সদস্যদের স্টেশন প্লাটফর্মে ছুটে আসতে দেখি।”

“সেসময় পাওয়ার কারের সামনের অংশের বগিগুলো খুলে নেওয়া হয়েছিলো। তবে পেছনের বগিগুলো তখনো সংযুক্ত ছিলো,” যোগ করেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, পাওয়ার কার থেকে তেল চুইয়ে পড়ে পুরো প্লাটফর্ম এলাকা সয়লাব হয়ে পড়ে। নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর সদস্যদের স্টেশনে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago