মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

gunfight logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বরই গ্রাম থেকে আজ (২৪ জানুয়ারি) ভোরে মিন্টু গাজী (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে।

পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু নিহত হয়েছেন। তার নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, আজ ভোর রাতে বরই গ্রামে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় নবগঙ্গা নদীর সংযোগ ক্যানেলের পাশের মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে নড়াইলের লোহাগড়া, ফরিদপুর ও মাগুরার বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।

বগিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হেসেন বলেছেন, “রাতে আমরা গুলির শব্দ শুনতে পাই। ভোরে পুলিশ এসে আমাদেরকে ঘটনাস্থলে নিয়ে যায়। এসময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পাই। পরে পুলিশ গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে।”

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক রফিকুল আহসান জানিয়েছেন, পুলিশ মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। মৃতদেহের মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago