চট্টগ্রামের পাঁচলাইশে কলোনিতে আগুন, আহত ৩০
চট্টগ্রামের পাঁচলাইশের বাবুল কলোনিতে আজ (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আগুন লাগে। এতে আহত হয়েছেন অন্তত হয়েছেন অন্তত ৩০ জন।
পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবদুল আজিজের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
“কলোনির প্রায় ১০০ ঘর আছে” উল্লেখ করে তিনি বলেছেন, “আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।”
উদ্ধার কাজে নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ইস্তাকুল ইসলাম বলেছেন, আহতদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম দমকল বাহিনীর পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বাহিনীর চট্টগ্রাম শাখার উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান।
Comments