চ্যাম্পিয়ন ওসাকাকেও হারিয়ে দিলেন ১৫ বছর বয়সী গাউফ
চমক দেখিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কোকো গাউফ। ১৫ বছর বয়সী এই আমেরিকান জয় তুলে নিয়েছেন মাত্র ৬৭ মিনিটে।
শুক্রবার (২৪ জানুয়ারি) তৃতীয় রাউন্ডে রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে ২-০ ব্যবধানে জাপানের ওসাকাকে হারিয়েছেন গাউফ। তিনি জিতেছেন ৬-৩, ৬-৪ গেমে। প্রথম রাউন্ডে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্বদেশী তারকা ভেনাস উইলিয়ামসকে বিদায় করে দিয়েছিলেন এই টিনএজার।
শেষ ষোলোয় চীনের ঝ্যাং শাউই ও যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে লড়বেন গাউফ।
১৯৯৬ সালের পর ১৫ বছর বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে দুটি গ্র্যান্ড স্ল্যামের শেষ ষোলোতে নাম লিখিয়েছেন গাউফ। আগের নজিরটি স্থাপন করেছিলেন মার্টিনা হিঙ্গিস।
এদিন চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও গেলবারের ফাইনালিস্ট চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। তবে তৃতীয় রাউন্ড বিদায় নিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
ক্যারোলিন ওয়াজনিয়াকিও ছিটকে গেছেন তৃতীয় রাউন্ড থেকে। এই ম্যাচ দিয়ে টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন ডেনমার্কের ২৯ বছর বয়সী তারকা।
Comments